• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরতে আশাবাদী তমিম...

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাঁহাতের তর্জনীতে চোটের কারণে ছিটকে যান এশিয়াকাপ থেকে। এরপর আর এখনো দলে ফেরা হয়নি।বাংলাদেসের সেরা ওপেনার তামিম ইকবালের। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরেত আশাবাদী এই ব্যাটসম্যান।

এক সপ্তাহ হলো ব্যাটিং অনুশীলন করছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। অনুশীলনের শুরুটা টেনিস বলে করলেও এখন ক্রিকেট বলেই চলছে।

রোববার একাডেমি মাঠে প্রথমবারের মতো মোকাবেলা করলেন পেস বল। এতে আঙুলে খুব একটা অস্বস্তি বোধ হয়নি সত্যি তবে একটু আধটু ব্যথা ছিল।

সবমিলিয়ে আঙুলের বর্তমান অবস্থা হিসেবে ১৮ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি দিয়ে তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।

রোববারের অনুশীলণ শেষে তামিম বলেন, ‘আজকে প্রথম পেস বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করেছি। একটু ব্যথা ছিল। কালকে আবার করবো। করে দেখবো কেমন প্রতিক্রিয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত সবকিছু ইতিবাচক। ব্যথা হয়তো বা একটু থাকবেই। এভাবে করেই আগাতে হবে। ভালোর দিকে যাচ্ছে। আমি খুব ইতিবাচক যে যেভাবে করে আমরা পরিকল্পনা করছি ওভাবেই সবকিছু আগাচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, কোন সমস্যা না হয় তাহলে আশা করি প্রথম টেস্ট (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) থেকেই খেলতে পারব।’

ইনজুরির পর মাঠে ফিরে ছন্দময় ক্রিকেট উপহার দেয়া যে কোন ব্যাটসম্যানের জন্যই কঠিন। ব্যতিক্রম নন তামিম ইকবালও। তাই এশিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ফর্মে ছিলেন তা ঘরের মাঠে দলটির বিপক্ষে ধরে রাখাটা চ্যালেঞ্জিংই হবে। এমনটাই জানালেন এই ড্যাশিং বাঁহাতি ওপেনার।

বলেন, ‘এটা চ্যালেঞ্জিং হবে। কারণ সাধারণত কোনো ইনজুরির পর যে কোনো ব্যাটসম্যান যখন ফিরে আসে তার জন্য জিনিসটা নতুন থাকে। সেরাটা দিতে সময় নেয়। আমি বলছি না প্রথম থেকেই সেরাটা দিতে পারবো না। এমনও হতে পারে যে ম্যাচ খেলবো তার প্রথম ইনিংসেই ভাল খেলছি। তবে কখনো কখনো সময় নেয়। কিন্তু আমি আশা করি দলের তরফ থেকে যতটুকু আশা থাকবে তা পূরণ করার চেষ্টা আমার মধ্যে থাকবে’।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –