• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সবাই প্যানিক করছিল

ক্রীড়া প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছিল তিন মাসের আগে ক্রিকেটে ফিরতে পারছেন না তিনি। তবে বেশ দ্রুততার সঙ্গেই দলে যোগ দিতে পেরেছেন দেশ সেরা ক্রিকেটার। আর পারফর্মও সেই চিরচেনা ভঙ্গিতেই। তবে বেশ কিছুদিন পর মাঠে নামার কারণে বেশ স্নায়ুচাপ তো ছিলই, সেই সঙ্গে অষ্টম উইকেটে ওয়ারিক্যান-বিশুর জুটিতে দলের ভেতর অস্থিরতাও তৈরি হয়েছিল বলে জানান সাকিব।

চট্টগ্রাম টেস্ট তিন দিনেই শেষ। ফলে দ্বিতীয় টেস্ট শুরুর আগে অতিরিক্ত দুই দিন সময় পাচ্ছে বাংলাদেশ। আর এই এতে নিজেকে আরো ঝালাই করে নেয়ার সুযোগ মিলছে সাকিবের সামনে। প্রথম টেস্ট তড়িঘড়ি করে নামলেও মিরপুর টেস্ট শুরুর আগে নিজেকে আগের চেয়েও বেশি প্রস্তুত করতে পারবেন বলে মনে করেন তিনি।

সাকিব বলেন, ‘এখন বেশ কয়েকটা দিন সময় আছে (দ্বিতীয় টেস্ট শুরু হতে)। ফিটনেস টা নিয়ে কাজ করতে পারবো। আমি প্রথম টেস্ট খেলার আগে দুইটা , ইনফ্যাক্ট তিনটা সেশন কেবল ব্যাট করেছি। দুই মাস পরে এসে এটা খুবই সামান্য। ফিটনেসের ততটা তৈরি ছিল না। আমার জন্য ডিফিকাল্ট ছিল। বাট আলহামদুলিল্লাহ্ যে ভালোভাবেই প্রথম টেস্ট শেষ করতে পেরেছি। তবে দ্বিতীয় টেস্ট আর একটু বেটার অবস্থা নিয়ে শুরু করতে পারবো।’

হুট করে দলে খেলতে নামায় বেশ স্নায়ুচাপে ভুগছিলেন বলেও জানান সাকিব। সাকিবের ভাষায় ‘ড্রেসিংরুমে অনেক নার্ভাস ছিলাম, প্রথম বল খেলার আগ পর্যন্ত। যখন মাঠে এসেছি মনে করছিলাম যতটা নার্ভাস লাগবে ততোতা লাগেনি। ফার্স্ট বলটা পুরাই আল্লাহর ওপর ছেড়ে দিছি বলটা (হাসি)। খুবই লাকি ছিলাম।"

ক্যারিবিয়ানদের আট উইকেট পড়ার পর ম্যাচ প্রায় বের করে নিতে যাচ্ছিলেন ওয়ারিক্যান এবং বিশু। আর এসময় দলের খেলোয়াড়দের অনেকেই অস্থির হয়ে পড়েছিল বলেও জানান সাকিব। তিনি বলেন, প্রেশার সবচেয়ে বেশি ছিল লাস্ট ক্যাচটা। কারণ পার্টনারশিপ হওয়া শুরু হচ্ছিল। সবাই দেখি হালকা হালকা প্যানিক করা আরম্ভ করছিল। যদিও আমার কাছে মনে হয় আমি অনেক ঠান্ডা ছিলাম। বল যখন উপরে তখন এই বিষয়গুলো মাথার মধ্যে ঘুরছিলো। যদি মিস হয়ে যায় তাহলে তো আরো সবাই শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ্, ভালোভাবে শেষ করতে পেরেছি। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় পাওয়া আমার।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –