• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মুমিনুল-মুশফিকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ..

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

সিলেট টেস্টে লজ্জার হারের পর মিরপুর টেস্টের শুরুটা ভালো হয়নি টাইগারদের। তবে জয়ের বিকল্পহীন ম্যাচে মুমিনুল-মুশফিকের ব্যাটে প্রথম দিনটা বেশ ভালোই কাটালো বাংলাদেশের। দুই ব্যাটসম্যানের শতকে ৫ উইকেটে ৩০৩ রানে প্রথম দিনটা শেষ করেছে বাংলাদেশ।

রোববার সকালে টস জিতে ব্যাটিং নেয়ার পর শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশ। টেস্ট শুরুর আগে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনা সাকিব-মাশরাফির মনোনয়ন ফর্ম তোলা। রাতে জানা যায় সাকিব মনোনয়ন ফর্ম তুলছেন না। মাশরাফি নির্বাচন করছেন। তারই আবহে সিলেট টেস্টের ব্যাটিং বিপর্যয় যেন ফিরে এলো সকালের শুরুতেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ততক্ষণে রসিকতা শুরু যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে। মাশরাফির মনোনয়ন মিছিলে যোগ দিতেই কি টপ অর্ডার ব্যাটসম্যানদের এমন তড়িঘড়ি আউট হওয়া? ইমরুল কায়েস ওয়ানডের ফর্মকে টানতে পারেননি টেস্টে। আউট হয়েছেন শূন্য রানে। লিটন দাস আবারো নিজের ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। অভিষিক্ত মিথুনও ফিরলেন শূন্য রানে। ২৬ রানে তিন উইকেট হারিয়ে সিলেট টেস্টের লজ্জা চোখ রাঙাছিল বাংলাদেশকে। এসময় হাল ধরেন মুশফিক ও মমিনুক। তাদের ২৬৬ রানের জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩০৩ রানে।

দিনের শেষদিকে ১৬১ রানে আউট হয়ে ডবল সেঞ্চুরির সুযোগ নষ্ট করেন মমিনুল হক। ১৯ টি চার মেরেছেন তিনি। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে দায়িত্ব শেষ করতে পারেননি তাইজুল। দিনের শেষে ফিরেছেন তিনিও। শতক তুলে নিয়েছেন মুশফিক। এটি মিরপুরে তার প্রথম শতক। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ১১১ রান নিয়ে অপরাজিত আছেন। সোমবার মাহমুদউল্লাহকে সঙ্গে করে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন তিনি।

জিম্বাবুয়ের পক্ষে জার্ভিস ৩টি এবং চাতারা ও তিরিপানো ১টি করে উইকেট নেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –