• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

উইকেট আনপ্লেয়েবল ছিল না

ডেস্ক রিপোর্টঃ

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

চট্টগ্রাম টেস্ট জয়ের পর আলোচনায় উইকেট। উইন্ডিজের ৪০ উইকেটের সবকয়টিই দখল করেছে বাংলাদেশের স্পিনাররা। তবে কি দুর্বোধ্য ছিল চট্টগ্রামের উইকেট। স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য তা মানেন না। সাকিবের আগে ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যাথওয়েটও জানিয়ে যান উইকেট একেবারেই খেলার অনুপযোগী ছিল না।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেছিলেন, ‘উইকেটে অনেক রকমের আচরণই করেছে। বল যখন নরম বা পুরনো হয়ে যাচ্ছিলো তখন খেলা সহজ হচ্ছিলো।’

সাকিবও প্রায় একইরকম জবাবই দিয়েছেন উইকেট প্রসঙ্গে। সাকিব মনে করেন, স্বাগতিক হিসেবে যে ধরণের পিচ প্রয়োজন ছিল ঠিক তেমনটাই পেয়েছে বাংলাদেশ। তবে উইকেটই আসল বিষয় নয়। ভালো জায়গায় বল করাটা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘দেখুন আমাদের হোমে যে ধরনের উইকেট হওয়ার উচিত কিংবা দরকার, সেই ধরনের উইকেটই তারা বানানোর চেষ্টা করেছে। উইকেট যেমনই আমরা যদি ভালো জায়গায় বল না করি তাহলে কিছুই কাজে আসে না। এগুলো আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

চট্টগ্রামের উইকেটকে ব্যাটিংয়ের অযোগ্য বলতে রাজি নন সাকিব। তিনি মনে করেন, টেম্পারমেন্ট দেখাতে পারলেই উইকেটে টিকে থাকা সমস্যা হত না। আর তেমনটাই ঘটেছে। জুটি দাঁড়ালে এমনিতেই রান আসতে শুরু করেন। সাকিব বলেন, ‘প্রতিটা উইকেটই আমার কাছে মনে হয় আলাদা। আমি এই উইকেটকে আনপ্লেয়েবল বলবো না। কারণ তা না হলে নবম উইকেট পার্টনারশিপ ৫০-৬০ রানের হতো না। সো অবশ্যই আনপ্লেয়েবল ছিল না।’

এ সময় ঢাকা টেস্টের উইকেট কেমন হবে এমন প্রশ্ন এড়িয়ে যান সাকিব। তিনি বলেন, 'উইকেট তৈরি করবেন কিউরেটর। আমরা কি প্রত্যাশা করি তেমন গুরুত্বপূর্ণ না। এগুলো নিয়ে বেশি কথাও বলা উচিত না। সেটা আমাদের খুবই ভেতরের কথা, আর এটা গোপন থাকলেই আমি খুশি হবো।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –