• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

`পরিশ্রমী` তাইজুলে মুগ্ধ সাকিব

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

চলতি বছরে ৬ টেস্টে ৪০ উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেও নিয়েছেন ৬ উইকেট। তবু ম্যাচ সেরা স্বীকৃতি পাননি বাঁহাতি এই অর্থোডক্স স্পিনার। বোলিং বান্ধব পিচে শতক হাঁকিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মুমিনুল। কিন্তু পরিশ্রমী তাইজুলে মুগ্ধতা ঝড়ল অধিনায়ক সাকিবের কাছ থেকে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে সর্বোচ্চ উইকেট শিকার। উইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছেন এক উইকেট। তারপরেও একনাগাড়ে এক জায়গায় বল করে যাওয়ার পুরষ্কার মিলেছে তৃতীয় দিনে। ধৈর্যের সঙ্গে নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন তাইজুল। এদিকে লক্ষ্য করেই তাইজুলকে প্রশংসায় ভাসালেন সাকিব। তিনি বলেন, ‘ওর (তাইজুল) সবচেয়ে ভালো দিক হচ্ছে, নিজের বোলিং নিয়ে ও অসম্ভব রকম পরিশ্রম করে। দেখেন প্রথম ইনিংসে একটা উইকেট পেয়েছে, তবু ওর বোলিংয়ের জন্য আমরা ড্রেসিংরুমে ওর অনেক প্রশংসা করেছি। সবাই বলেছি যে, প্রথম ইনিংসে ও-ই আমাদের সেরা বোলার ছিল, যদিও উইকেট পেয়েছে একটা।’

সাকিব আরো বলেন, ‘অনেক সময় এমন হয় যে, একটা বোলার খুব ভালো বোলিং করছে কিন্তু উইকেট পাচ্ছে না। অন্য দিকে একটা বোলারের একটা-দুইটা উইকেট নেয়ার মতো বল হয়ে গেলে সেটাতেই উইকেট পেয়ে যায়। আমরা ওই জিনিসগুলো জানি, তাই আমরা ড্রেসিং রুমে ছোট ছোট ব্যাপারের প্রশংসা করি। আমি নিশ্চিত এটা আমাদের টিম ম্যানেজমেন্ট আর খেলোয়াড়রা খুব ভালো করে বুঝতে পারে। ও অসাধারণ ভালো বোলিং করছে। আমি চাইব যে, সামনে একটা টেস্ট আছে সেটাতেও যেন ও এই ভাবেই বল করতে পারে। শুধু এক ইনিংস না দুই ইনিংসেই যেন পাঁচটা করে উইকেট পায়।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –