• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

‘অনেকে এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন, তবে এটাই সত্য’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৪  

টি-২০ বিশ্বকাপের প্রথম আসর অর্থাৎ ২০০৭ থেকে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ দল। তবে গত আট আসরে দলটির নেই কোনো বলার মতো সাফল্য। বাজে পারফরম্যান্সে নকআউট পর্বের আগেই বিদায় নিতে হয়েছে তাদের।

লম্বা সময় ক্রিকেট খেলার পরও কেনো এই ফরম্যাটে ব্যর্থ হচ্ছে টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, ভালো উইকেটে না খেলার কারণেই এমনটা হচ্ছে। 

আসন্ন বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকে এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন তবে এটাই সত্য যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।’ 

ক্রিকেটের সংক্ষিপ্তত এই সংস্করণে বাংলাদেশের ব্যর্থতা অতি দ্রুতই সমাধান হবে জানিয়ে শান্ত বলেন, ‘ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডসকে। পরের পর্বে যেতে হলে শ্রীলংকা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকানোর কোনো বিকল্প নেই টাইগারদের। তবে কাজটি যে খুব সহজ হবে তাও কিন্তু নয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –