• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

প্রথম টেস্টে সায়মন রহস্য!

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টেস্টে অভিষেক হয়েছে নাঈম হাসানের। এছাড়া মূল স্কোয়াডে ডাক পেয়েছেন সাদমান ইসলাম। কিন্তু সকালে বাংলাদেশ স্কোয়াডের ১৫তম সদস্য হিসেবে নাম দেখা যায় শাখাওয়াত হোসেন সায়মনের! কিন্তু কে সেই সায়মন বা কেনই বা তিনি হুট করেই স্কোয়াডে?

উইন্ডিজ সিরিজে ১৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। পরবর্তীতে এই সংখ্যাটি দাঁড়ায় ১৪ তে। কিন্তু টেস্ট ক্রিকেটে নিয়ম অনুযায়ী অন্তত ১৫ জন খেলোয়াড় থাকা বাঞ্চনীয়। আর তাই তাই ম্যাচ শুরুর আগে তড়িঘড়ি করেই যুক্ত করা হয় শাখাওয়াত হোসেন সায়মনের নাম। আর যে কারণেই সৃষ্টি হয় রহস্যের। পরবর্তী সময়ে টিম ম্যানেজার সাব্বির খান নিশ্চিত করেছেন, এই শাখাওয়াতই বাংলাদেশ স্কোয়াডের ১৫তম সদস্য।

১৯ বছর বয়সী শাখাওয়াত মূলত বাঁহাতি স্পিনার। চট্টগ্রামের হয়ে ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ১০ উইকেট।

অন্যদিকে এই টেস্টের মাধ্যমে অভিষিক্ত নাঈম হাসান অবশ্য ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৫টি। নিয়েছেন ৪৮টি উইকেট। এছাড়া সবশেষ জাতীয় লিগে চট্টগ্রামের হয়ে এক ইনিংসে ৮ উইকেট পেয়েছিলেন নাঈম। পাঁচ ম্যাচে ২৮ উইকেট নিয়ে হয়েছেন লিগের সর্বোচ্চ উইকেট শিকারি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সাফল্য তাকে সুযোগ করে দিয়েছে জাতীয় দলের হয়ে খেলার।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –