• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পিসিএলে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পাননি কোন বাংলাদেশি ক্রিকেটার। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাব্বির রহমান, আরিফুল হক ও উইকেটকিপার জাকির হাসান।

মঙ্গলবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে কোন দলই বাংলাদেশি ক্রিকেটারদের কিনতে আগ্রহ দেখায়নি।

এছাড়া সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে তাদের দল ছেড়ে দেওয়ায় প্লেয়ার্স ড্রাফটে উন্মুক্ত ছিলেন তারাও। সাকিব ও তামিম পেশওয়ার জালমির হয়ে খেলেছিলেন। এছাড়া মাহমুদউল্লাহ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দলই ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের পরবর্তী আসর। চলবে ১৭ মার্চ পর্যন্ত।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –