• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

টেস্টে র‍্যাংকিংয়ে ধাক্কা খেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের পর র‍্যাংকিং হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র‍্যাংকিংয়ে অবস্থান না হারালেও জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টের পরাজয়ের জন্য ৬ রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে টাইগারদের টেস্টে অবস্থান ছিল ৯ নম্বরে, অন্যদিকে রেটিং পয়েন্ট ছিল ৬৭। আটে থাকা উইন্ডিজের সঙ্গে রেটিং পার্থক্য ছিল ৯। হাতছানি দিচ্ছিল আটে উঠার। কিন্তু উল্টো জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয় স্বাগতিকদের। ঢাকা টেস্টে বিশাল ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালেও র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট। অন্যদিকে সিরিজ সমতায় শেষ করা জিম্বাবুয়ের ঝুলিতে গেছে ১১ রেটিং পয়েন্ট।

আইসিসির হালনাগাদ করা টেস্টে র‍্যাংকিংয়ে কোনো দলের অবস্থানের পরিবর্তন হয়নি। তবে ইংল্যান্ড-শ্রীলংকা তৃতীয় ও শেষ টেস্টের পরে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। যদি শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে ইংল্যান্ড জিতে তাহলে তাদের রেটিং পয়েন্ট হবে ১০৮। যার ফলে তারা দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবে। দক্ষিণ আফ্রিকার বর্তমান রেটিং পয়েন্ট ১০৬। তবে ইংল্যান্ড যদি শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্টে হারে এরপরেও তাদের দুইয়ে উঠার সুযোগ থাকছে। আর ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা শ্রীলংকা সিরিজ শেষে হারাবে ৩ রেটিং পয়েন্ট।

এদিকে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই অবস্থান করছে ভারত। চারে আছে নিউজিল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট ১০২; পাঁচে থাকাও অস্ট্রেলিয়ারও রেটিং পয়েন্ট একই।

এক নজরে দেখে নিন যাক আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র‍্যাংকিং তালিকা-

১। ভারত-রেটিং পয়েন্ট: ১১৬

২। দক্ষিণ আফ্রিকা- রেটিং পয়েন্ট: ১০৬

৩। ইংল্যান্ড- রেটিং পয়েন্ট: ১০৫

৪। নিউজিল্যান্ড- রেটিং পয়েন্ট: ১০২

৫। অস্ট্রেলিয়া- রেটিং পয়েন্ট: ১০২

৬। শ্রীলংকা- রেটিং পয়েন্ট: ৯৭

৭। পাকিস্তান- রেটিং পয়েন্ট: ৯৫

৮। উইন্ডিজ- রেটিং পয়েন্ট: ৭৬

৯। বাংলাদেশ- রেটিং পয়েন্ট: ৬১ (-৬)

১০। জিম্বাবুয়ে- রেটিং পয়েন্ট: ১৩ (+১১)

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –