• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দোষ শুধু ভারতেরই?

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

বিদেশে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। কিন্তু কোনো ভাবেই আসছে না সাফল্য। আর তাই কিছুদিন ধরেই বিরাট কোহলির দলকে বেশ চাছাছোলা কথাও শুনিয়েছে সিআইও। তারা বলেছিল, খেলোয়াড়রা যা চায় তাই দেয়া হচ্ছে তারপরেও বিদেশ সফরে কাঙ্ক্ষিত সাফল্য দেখা দিচ্ছে না। এবারে বোর্ডকে একটু ভিন্নভাবে একহাত নিলেন কোচ রবি শাস্ত্রী।

বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হারে ভারত। যে জয়টি এসেছিল সেটিও ইনজুরিতে আক্রান্ত আফ্রিকার 'বি' দলের বিপক্ষে। ইংল্যান্ড সফরেও আসেনি কাঙ্ক্ষিত সিরিজ জয়। উল্টো রবি শাস্ত্রী দাবি করেছিলেন, বিরাটের এই দলই সেরা বিদেশ সফরের দল। এ নিয়ে অবশ্য কম জলঘোলা হয়নি। একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন শাস্ত্রী।

আসন্ন বিদেশ সফরে অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। আর তাই দেশটির সাবেক ক্রিকেটাররা মনে করেন, অস্ট্রেলিয়াকে হারানোর সবচেয়ে বড় সুযোগ বিরাটদের সামনে। তবে এইসব নিয়ে একেবারেই বিরক্ত শাস্ত্রী। ব্রিসবেনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এখন কোনো দলই বিদেশে সেভাবে জেতে না। নব্বইয়ের দশকে ও শতাব্দীর শুরুতে অস্ট্রেলিয়া কিছুটা দাপট দেখিয়েছে বিদেশ সফরে। দক্ষিণ আফ্রিকা কিছুটা ভালো করেছে। এই দুই দেশ ছাড়া গত পাঁচ-ছয় বছরে কোনও দল বিদেশে গিয়ে দাপট দেখাতে পারেনি। তাহলে শুধু ভারতকে বেছে নেওয়া কেন?"

বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে অস্ট্রেলিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন রবি শাস্ত্রী। তার মতে ভারত জেতার জন্য ঝাঁপিয়ে পড়বে এই সফরে এবং তারা নির্মম ক্রিকেট খেলবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –