• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

এক হাজার কৃষককে ধানের বীজ দেবেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

মাশরাফি বিন মর্তুজা বরাবরই মানুষের জন্য কাজ করতে উদগ্রীব। এবারে নিজের শহর নড়াইলের কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন তিনি। নিজ শহরের এক হাজার দরিদ্র কৃষককে ধানের বীজ দিয়ে সাহায্য করতে যাচ্ছেন দেশসেরা অধিনায়ক। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এক চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিটিউটের সঙ্গে সমঝোতার সময় মাশরাফি বলেন,‘ কৃষকরা দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই দায়বদ্ধতা থেকে তাদের সহযোগিতায় করা উচিত। সবাইকে তো দিতে পারবো না। তবে আমরা বেছে নিয়েছি যারা একেবারে গরীব কেনার সামর্থ্য নেই তাদের দেয়া হবে।’

শুধু নড়াইলের নয় বরং দেশের সব জেলায় কাউকে না কাউকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন মাশরাফি। এই প্রসঙ্গে তিনি বলেন,‘ কৃষকেরা যেভাবে দিন রাত ঝড় বৃষ্টিতে মাঠে কাজ করে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করতে যাচ্ছি যাতে অন্য জেলার যারা ধনী আছেন তাদের মধ্যেও সাহায্য করার এই উৎসাহটা তৈরি।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –