• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কাতালান স্বাধীনতাকামী নেতার জন্য কারাগারে পেপ.

অনলাইন ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

বার্সেলোনার সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা আপাপর কাতালানদের স্বাধীনতার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন আগেই। এবারে তারই প্রতিফলন দেখা গেল ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতিতে। এই সময়েই তিনি ছুটে গেলেন জেলখানায়। তাও আবার কাতালান স্বাধীনতার পক্ষে লড়ে যাওয়া নেতাদের দেখতে।

৪৭ বছর বয়সী গার্দিওলা সরাসরি কাতালানের স্বাধীনতার পক্ষে। প্রকাশেই কাতালানের স্বাধীনতার জন্য বক্তব্য-বিবৃতি দিয়েছেন এর আগে। এমনকি তার পুরো পরিবারই কাতালানের স্বাধীনতার পক্ষে। অবশ্য এ কারণে স্পেনের কেন্দ্রীয় সরকারের চক্ষুশূল হয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবল ম্যানেজার।

গার্দিওলার মতো একজন বিশ্বসেরা ফুটবল কোচ দেখা করতে জেলখানায় যাওয়ায় বন্দী নেতারা খুব খুশি। সাবেক বার্সেলোনা কোচের সঙ্গে সাক্ষাতের পরপরই যেমন জেলখানায় বন্দী কাতালানের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা জর্ডি কুইজার্ট টুইট করেছেন। টুইটে তিনি গার্দিওলাকে ‘একজন সত্যিকারের নেতা’ হিসেবে স্বীকৃতি দিয়ে লিখেছেন।

অবশ্য গার্দিওলা একা নন। তার সঙ্গে জেলখানায় গিয়েছিলেন কারাবন্দী নেতাদের আইনজীবীরাও। মানে আইনজীবীদের সঙ্গে কারবন্দী নেতাদের আইনী আলোচনা, পরামর্শেও অংশ নিয়েছেন গার্দিওলা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –