• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভদ্র হও কোহলি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

কিছুদিন আগে এক দর্শককে দেশ ত্যাগের কথা বলে ব্যাপক সমালোচিত হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তাতে অবশ্য দমে যাননি তিনি। বরং নিজের বক্তব্যের পক্ষে সাফাইও গেয়েছেন। তবে এবারে এই ধরণের বেফাঁস মন্তব্য করা থেকে কোহলিকে সতর্ক করলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আসন্ন অস্ট্রেলিয়া সফরে প্রথমবারের মতো সিরিজ জয়ের লক্ষ্য ঠিক করেছে ভারত। বিশেষত দুর্বল অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর এটাই মোক্ষম সময়। আর তা করতে হলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে কোহলিকে। আর একারণেই সিরিজ জিততে মরিয়া বোর্ড চাইছে, ক্রিকেটের বাইরে আর কোনোকিছুতে যেন মন না যায় কোহলিদের। বিদেশ সফরে চাপের পাশাপাশি বেফাঁস মন্তব্য করে সমালোচিত হলে মাঠের বাইরের ঘটনার জন্য দলের ফোকাস নষ্ট হওয়ার আশংকা করছে বোর্ড।

শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতের টেস্ট দল। এর আগে প্রশাসকদের কমিটির একজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোহলিকে আরেকটু ভদ্র হওয়ার বিষয়টি জানান। তার এক-দুই দিন পরে কোহলিকে আনুষ্ঠানিকভাবে ফোন দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। এই বলে তাকে সতর্ক করা হয় যে, যেকোনো পরিস্থিতিতে তিনি যেন মেজাজ না হারান, তিনি যে ভারতের অধিনায়ক, এ বিষয়টা যেন তার মাথায় থাকে। প্রশাসক কমিটির এক মুখপাত্র জানান, ‘কোহলিকে যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে বলা হয়েছে। সেটা সংবাদ সম্মেলনে হোক, মাঠে খেলার সময় হোক, হোক দর্শকদের সঙ্গে কথাবার্তা বলার সময়।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –