• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্সকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

উয়েফা নেশন্স লিগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে উড়িয়ে দিলো ডাচরা। নিজেদের মাঠে শুক্রবার রাতে ২-০ গোলে জেতে নেদারল্যান্ডস।

দারুণ এ জয়ে ব্যর্থতার এক বৃত্তও ভাঙল নেদারল্যান্ডস। ২০০৮ সালের ইউরোতে ফ্রান্সকে ৪-১ গোলে হারানোর পর টানা শেষ পাঁচ ম্যাচ ফরাসিদের কাছে হেরেছিল তারা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত নেদারল্যান্ডস। কিন্তু ডান দিকের দুরূহ কোণ থেকে ডিপাই শট না নিয়ে বল বাড়ান ভিনালডামকে। কাছ থেকে এই মিডফিল্ডারের নেয়া শট ফেরান উগো লরিস।

 

1.ফ্রান্সকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

দশম মিনিটে প্রতিআক্রমণ থেকে সতীর্থের ক্রসে গ্রিজমানের হেড ঠেকিয়ে ফ্রান্সকে এগিয়ে যেতে দেননি গোলরক্ষক সিলেসেন। প্রথমার্ধে বলার মতো আর কোনো আক্রমণে শানাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরু থেকে ফ্রান্সকে চাপে রাখা নেদারল্যান্ডস। তেমন ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। আলগা বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার ভিনালডাম।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –