• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আসছে সৌরভের বায়োপিক সিনেমা

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

বলিউডে এখন বায়োপিক নির্ভর সিনেমার উৎসব। বিশেষত খেলোয়াড়দের জীবনকাহিনি নির্ভর গল্পগুলো তুমুল জনপ্রিয়তা পাচ্ছে। এর আগে মিলখা সিং, মেরি কম, মহাবীর সিং ফোগাটের মতো অনেকের গল্পই উঠে এসেছে বড়পর্দায়। এছাড়া মোহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনিরো পিক তৈরি হয়েছে। এবারে সেই তালিকায় আসছে সৌরভ গাঙ্গুলির নামও।

এবছর ফেব্রুয়ারি মাসে ‘এ সেঞ্চুরি ইজ নট এনাফ’ নামক একটি আত্মজীবনী প্রকাশ পেয়েছে সৌরভের। তাতে ক্যারিয়ারের অনেক গল্পই বলেছেন কলকাতার মহারাজ খ্যাত গাঙ্গুলি। এবারে সেই বইকে কেন্দ্র করে ছবি তৈরি করতে চান একতা কাপুর। এ নিয়ে সৌরভের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছে এএলটি বালাজি কর্তৃপক্ষ। সূত্রের খবর, ছবিটি পরিচালনার জন্য এক বাঙালি পরিচালকের নাম প্রস্তাব করেছেন সৌরভ। আর তিনি সৃজিত মুখোপাধ্যায়। কারণ এবার সৌরভ জানিয়েছেন, পরিচালকের সঙ্গে তার গত ছ’মাস ধরে অনেকবার কথা হয়েছে।"

সম্প্রতি ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের বই উইকি-র প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন সৌরভ। ওই অনুষ্ঠানেই হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীল। সেখানেই সৌরভ বলেন, গত ছ’মাস ধরে সৃজিত তাকে বায়োপিকের কথা বলেছেন। তবে তিনি পরিচালককে সবুজ সংকেত দিয়েছেন কিনা তা নিয়ে কিছু বলেননি তিনি। তাই জোর গুঞ্জন হয়তো সৌরভের বায়োপিকও খুব দ্রুত দেখতে যাচ্ছে বলিউড পাড়া।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –