• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বয়স লুকালেই নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

ক্রিকেটে বয়স লুকানো হয় হরহামেশাই। বিশ পেরিয়েও অনেকে অনূর্ধ্ব-১৯ দলে খেলেন- এমন দৃষ্টান্ত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গন কাঁপানো অনেক টেস্ট ক্রিকেটারের বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ।

তবে বয়স লুকানোর বিষয়টি নিয়ে এবার সচেতন হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই। এখন থেকে ভারতে কোনো ক্রিকেটার বয়স চুরি করলে বা লুকালে তাকে দেয়া হবে দুই বছরের নিষেধাজ্ঞা।

গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানায়, এখন থেকে কোনো ক্রিকেটার বয়স লুকালে শাস্তি হিসেবে পরবর্তী দুই বছর তাকে ক্রিকেটই খেলতে দেয়া হবে না! বয়স চুরি নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মাত্রার অভিযোগ থাকলেও ভারতে তা এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে তুলনামূলক কম। তবে এই অপরাধ রুখতে সবার আগে কঠোর হয়েছে দুইবার ওয়ানডে বিশ্বকাপ ও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দেশটি।

বয়স চুরিতে শাস্তির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানায়, ২০১৮-১৯ মৌসুম থেকে কোনো ক্রিকেটার বয়স লুকিয়েছে এমনটা প্রমাণিত হলে ২০১৮-১৯ ও ২০১৯-২০ এই দুই মৌসুমে বিসিসিআই আয়োজিত সব টুর্নামেন্টে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার আফগান স্পিনার রশিদ খান ও তার স্বদেশী তরুণ স্পিনার মুজিব উর রহমানসহ আন্তর্জাতিক অঙ্গনের বেশ কজন ক্রিকেটার বয়স লুকানোর অভিযোগে বিতর্কিত। ভারতকে দেখে এবার যদি বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডও সচেতন হয়ে ওঠে, তাহলে বিশ্বের অনেক বাঘা বাঘা ক্রিকেটারকেই পড়তে হতে পারে বিপাকে!

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –