• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভারোত্তোলককে ধর্ষণ, চলছে তদন্ত

ক্রীড়া প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

ফেডারেশন কার্যালয়েই এক নারী ভারোত্তোলক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি ভারোত্তোলক ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলীর বিরুদ্ধে। আর এতেই অভিযুক্তকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ফেডারেশন। সেইসঙ্গে তার বিরুদ্ধে চলছে তদন্তও।

এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, অভিযুক্তকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীদের এ ব্যাপারে সব রকম সাহায্য করা হবে। এমনকি তারা যদি মামলা নাও করে আমরা ফেডারেশনের পক্ষ থেকে মামলা করব। আমাদের পক্ষ থেকে তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে। হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খরচ দেয়া হয়েছে।

ঘটনাটা ঘটেছে প্রায় আড়াই মাস আগে। তবে এতদিন বিষয়টি সামনে আনা হয়নি পরিবারের পক্ষ থেকে। নারী ভারোত্তোলকের সম্মান ও আর্থিক দিক চিন্তা করে মামলাও করেননি পরিবারের কেউ।

তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেন ভারোত্তোলকের মামা নাজমুল হক। ওই ঘটনার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ভুক্তভোগী ওই নারী। বর্তমানে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে।

ভারোত্তোলন ফেডারেশনের কার্যালয় জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের চতুর্থ তলায়। গত ১৩ সেপ্টেম্বর সেখানেই নারী ভারোত্তোলককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযুক্ত সোহাগ আলীকে এ কাজে সহযোগিতা করে মালেক নামের জাতীয় ক্রীড়া পরিষদের এক কর্মচারি। এছাড়া আরেক নারী ভারোত্তোলকও এ কাজে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –