• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইয়াসির তাণ্ডবে সমতায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট হওয়ার পর ইনিংসে পরাজয় ঠেকাতে ৩২৮ রান প্রয়োজন ছিল কিউইদের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লেগস্পিনার ইয়াসির শাহর ঘূর্ণিতে ৩১৮ রানে সবকয়টি উইকেট হারায় নিউজিল্যান্ড।

নিজের দিনে ইয়াসির শাহ কতটা ভয়ংকর হতে পারেন, সেটা হারে হারেই টের পেল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বিনা উইকেটে যে দলটির সংগ্রহ ছিল ৫০ রান, সেই দলটিই অলআউট হয় মাত্র ৯০ রানে। নিউজিল্যান্ড তাদের ১০টি উইকেট হারিয়েছিল ৪০ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে একাই নিয়েছেন আট উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন তিনি। নিয়েছেন ৬ উইকেট।

আগের দিন এক উইকেট হারিয়ে মঙ্গলবার ব্যাটিংয়ে নামে কিউইরা। ব্যক্তিগত ৩০ রানে অধিনায়ক উইলিয়ামসনকে উইকেটরক্ষক সরফরাজের তালুবন্দি করেন তিনি। এরপর টম লাথাম ও রস টেলরের ব্যাটিংয়ে ইনিংস পরাজয় ঠেকানোর স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। লাথামকে ফিরিয়ে দেন হাসান আলী। এরপর দুইশর আগেই রস টেলরকে ফেরান বিল্লাল। হাল ধরার চেষ্টা করেন নিকোলাস এবং ওয়াটলিং। দলীয় ২৫৫ রানে ওয়াটলিংকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন ইয়াসির শাহ। হাসান আলীর বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান নিকোলাসও। বাকি গল্পটা শেষ করেন ইয়াসির।

দুবাই টেস্টে দুই ইনিংস মিলে ১৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানি এই লেগস্পিনার।

কিউইদের পক্ষে রস টেলর ৮২ ও নিকোলাস ৭৭ রান করেন।

এর আগে আবুধাবির প্রথম টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ৪ রানে হারে পাকিস্তান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –