• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আমিরকে টোটকা দিলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

স্পট ফিক্সিংয়ের সাজার মেয়াদ কাটিয়ে দলে ফিরেছিলেন আমির। মূলত বিপিএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলের দরজা পাকা করেছিলেন তিনি। জাতীয় দলের ছিলেন দুর্দান্ত। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে বল হাতে পুরনো আমিরকেই যেন খুঁজে পেয়েছিল পাকিস্তান। কিন্তু গত এক বছর যাবত ধারহীন এই বাঁহাতি পেসার। হারিয়েছেন জাতীয় দলের জায়গাও। স্বভাবতই দুশ্চিন্তায় পাকিস্তানি কিংবদন্তী ওয়াসিম আকরাম। আর তাই আমিরকে বাতলে দিলেন ফেরার উপায়ও।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আমির সর্বশেষ ১৩ ওয়ানডের মধ্যে ৮টিতেই উইকেটশূন্য। এছাড়া ৩ টেস্ট খেলে পেয়েছেন ১২ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।

আমিরের এই পড়তি ফর্মের কারণ খুঁজে পেয়েছেন ওয়াসিম। তিনি বলেন, নতুন বলে ব্যাটসম্যানের ভেতরের দিকে সুইং না পাওয়ায় আমিরের ধার কমেছে। পাকিস্তান ক্রিকেটে সে এখনো অন্যতম দ্রুতগতিসম্পন্ন। কিন্তু নতুন বলে তার ডেলিভারিগুলো আর সুইং করে ভেতরে ঢুকছে না।’

মূলত ভেতরে ঢুকে আসা বলগুলো আমির দুর্দান্ত করে থাকেন। ফুটওয়ার্কের একটু ওলটপালট হলেই লেগ বিফোর কিংবা বোল্ড হওয়ার সম্ভবনা থাকে। আর সেই সুইংটাই হারিয়ে ফেলেছেন আমির। সেদিন লক্ষ্য করে ওয়াসিম বলেন ‘গত পিএসএলের সময় ওর সঙ্গে কথা হয়েছিল। বলেছি, বল ছাড়ার সময় ওর হাতটা বেশি “ওয়াইড” (সাইড থেকে) থাকে। ডান দিকে ঝুঁকে পড়ে। যে কারণে বোলিংয়ের হাতটা ডেলিভারির সময় ঝুঁকে পড়ার দিকেই থাকে, আর তাই ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বল ভেতরে ঢোকার বদলে বেরিয়ে যায়।’

এসময় আকরাম নিজেও হাত ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করেন আমিরের ডেলিভারির বল সম্পর্কে। সমাধান সম্পর্কে ওয়াসিম বলেন, বল করার সময় স্টাম্পের সঙ্গে দূরত্বটা তিন ইঞ্চি কমালে প্রত্যাশিত ফল মিলতে পারে। এভাবে ছয় মাস অনুশীলন করতে হবে। ব্যাপারটা কিন্তু সহজ না। কারণ, অভ্যস্ত অ্যাকশন পাল্টাতে যেকোনো বোলারেরই সময় লাগে। ওই অ্যাকশনে বল করায় মানসিকভাবে ‘সেট’ হয়ে গেলে অনুশীলনের শুরুর দিকে ‘স্টেপিং’ ‘ল্যান্ডিং’ কিংবা ‘ফলো-থ্রু’ আগের মতোই হবে। আকরাম টোটকা দিলেন, ‘কমপক্ষে ছয় মাস প্রতিদিন অনুশীলন করতে হবে। তাহলে প্রত্যাশিত জায়গায় ল্যান্ডিং (বল ছাড়ার সময় পায়ের ধাপ) করা সম্ভব।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –