• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বোকা-রিভার কাণ্ডে ইন্ধন জুগিয়েছে ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

কোপা লিবার্তোদোরেসের ফাইনালের আগে বোকা জুনিয়র্সের বাসে আক্রমণ করে রিভার প্লেট সমর্থকরা। আর এই কাণ্ডে রিভার প্লেটকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বোকা কর্মকর্তারা। তবে এবারে বোমা ফাটালেন রিভার প্লেট প্রেসিডেন্ট। তিনি বলছেন, এইসব কাণ্ডের জন্য দায়ী ফিফা প্রেসিডেন্ট।

রিভার প্লেট প্রেসিডেন্টের দাবি, রোববার বোকা জুনিয়র্স তাদের অধিনায়কসহ কয়েকজন খেলোয়াড় আহত হওয়ায় খেলতে চায়নি। তখন খেলা চালানোর জন্য বলেছিল ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এমনকি তিনি নাকি নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন।

রিভার প্রেসিডেন্ট রোদেল্ফো দোনোফ্রিাও আরো বলেন, আহত থাকার কারণে কোনো খেলোয়াড়কে ছাড়া যাতে বোকাকে মাঠে নামতে না হয়, সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু রোববার ম্যাচ শেষ করার জন্য চাপাচাপি করেছিলেন ফিফা প্রেসিডেন্ট নিজেই। আর একারণেই এমন পরিস্থিতি। ইনফান্তিনো আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ‘সুপারক্ল্যাসিকো’ দেখতে বুয়েন্স আয়ার্সে উপস্থিত ছিলেন।

অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ফিফা প্রেসিডেন্ট। আর্জেন্টাইন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, একটি বিষয় পরিস্কার করতে চাই। খেলা চালিয়ে নেয়ার মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। আমি খেলা চালিয়ে নেয়া বা নিষেধাজ্ঞার কোনো হুমকি কাউকে দিইনি। কারণ এই ব্যাপারে সিদ্ধান্তটা লাতিন আমেরিকার ফুটবল সংস্থা-কনমেবোলের। ফিফার নয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –