• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সান্দাকানের ১০ নো বল ধরেনি আম্পায়ার!

স্পোর্টস ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

ক্রিকেটে আম্পায়ারিং মাঝেমধ্যে প্রশ্নবিদ্ধ হতে দেখা যায়। যদিও আইসিসি ধীরে ধীরে এব্যাপারে মনযোগী হতে চেষ্টা করছে। আর একারণেই রিভিউ সিস্টেম চালু করে। এর ফলে আম্পায়ারদের ভুলভ্রান্তি নিয়ন্ত্রিত হয়ে আসছে। কিন্তু তাই বলে মাঠের আম্পায়ার যদি ১০-১২টি নো বল ধরতে ব্যর্থ হন তবে আম্পায়ারিংয়ের মান নিয়ে যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।আর এমনটিই ধটেছে শ্রীলংকা-ইংল্যান্ড সিরিজে। ৩-০ ব্যবধানে লংকানদের ধবল ধোলাই করে সিরিজ জিতেছে ইংলিশরা। সবই ঠিক ছিল কিন্তু স্কাই স্পোর্টস ও ক্রিকট্রাকারের প্রতিবেদনে উঠে এসেছে নতুন তথ্য। আর সেখানেই জানানো হয়, শেষ টেস্টে অন্তত ১২ বার নো বল করেছেন শ্রীলংকান স্পিনার সান্দাকান। যার মধ্যে মাত্র দুইবারই আম্পায়ার নো বল ধরতে পেরেছেন। বাকি ১০ বারই ধরতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দুইটি বলে স্টোকস আউট না হলে সেই দুইটিও নো বল হিসেবে ধরা হতো না বলে জানিয়েছে স্কাই।
আর এ ঘটনায় তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন আম্পায়ারের দায়িত্ব পালন করা ক্রিস গাফফানে ও সুন্দরম রবি। আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ লিখেছেন, ‘এর চেয়ে মাঠে কোনো আম্পায়ার না থাকাই ভালো ছিল!’ অনেকে ভারতীয় আম্পায়ার সুন্দরম রবিকে কাঠগড়ায় তুলে লিখেছেন, ‘রবি আম্পায়ারিংয়ের কিছুই জানেন না!’

স্কাই স্পোর্টসের বিশ্লেষণে জানানো হয়, তৃতীয় দিনের প্রথম সেশনে সান্দাকানের করা ৪০ শতাংশ ডেলিভারি ছিল নো বল। যার কোনোটিই চোখে পড়েনি আম্পায়ার সুন্দরম রবির। স্কাই স্পোর্টসের বিশ্লেষণ দেখে ধারাভাষ্যকার রবকি বলেন, ‘দেখে মনে হচ্ছে যে অনূর্ধ্ব-১০ ক্রিকেট দেখছি।’ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন বলেন, ‘আমি জানি না এর আগে কোনো স্পিনার এত নো বল করেছেন কি না!’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –