• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইউটিউবের সেরা ১০ চ্যানেল

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে ইউটিউব সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং। অজানাকে জানা এবং বিনোদিত হওয়ার এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে! মুহূর্তেই বহিঃর্বিশ্বের সকল খুঁটিনাটি ঘটনা হুবহু দেখা সম্ভব ইউটিউবের মাধ্যমে। যারা স্মার্টফোন, ল্যাপটপ, পিসি কিংবা স্মার্ট টিভি ব্যবহার করে তাদের জন্য ইউটিউব প্রতিদিনের খাবারের মতো হয়ে দাঁড়িছে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত, শুধুমাত্র প্লে-স্টোরে অ্যাপসটি প্রায় ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে। শুধু তাই নয়, সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপসগুলোর মধ্যে এটি রয়েছে অষ্টম স্থানে।

দিন দিন যেমন ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইউটিউবারের সংখ্যাও। তবে ইউটিউবের নির্দিষ্ট কোনো চ্যানলের জনপ্রিয়তা বিচার করা হয় কতজন দর্শক সেই নির্দিষ্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করলো এই বিবেচনায়। সর্বোচ্চ সংখ্যক সাবস্ক্রিপশনের ভিত্তিতে সেরা ১০ টি ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের এই আয়োজন-

১০. HolaSoyGerman: চিলির বংশোদ্ভূত এই ইউটিউবার একইসঙ্গে একজন কমিক আর্টিস্ট এবং ব্লগার। বিভিন্ন সামাজিক বিষয় এমনকি তার নিজের জীবনের ঘটনাগুলোকে গল্পের মতো করে উপস্থাপন করেন তার চ্যানেলে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ সাবস্ক্রাইবারস এবং এখন পর্যন্ত ১৩৭ টি ভিডিও সন্নিবেশিত করা হয়েছে এই চ্যানেলে।

 

1.ইউটিউবের সেরা ১০ চ্যানেল

৯. Ed Sheeran: তালিকার নবম স্থানে রয়েছন অ্যাড শিরান। তিনি একইসঙ্গে গায়ক, লিরিসিস্ট, গিটারিস্ট, এক্টর, কম্পোজার, রেকর্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। প্রায় ৩ কোটি ৫৩ লাখ সাবস্ক্রাইবারস এবং ১৩০ টি ভিডিও আপলোড হয়েছে তার এই চ্যানেলটিতে।

৮. SET India: এটি মূলত মিউজিক ক্যাটাগরির ইউটিউব চ্যানেল। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এই চ্যানেলটি পরিচালনা করেন। যেখানে মজার ভিডিও, গেম শো, ড্যান্স শো এবং চলমান বিভিন্ন ঘটনার ভিডিও আপলোড করে থাকেন তারা। প্রায় ৩ কোটি ৫৫ লাখ সাবস্ক্রাইবারস এবং ২৭ হাজার ভিডিও নিয়ে এই চ্যানেলটি রয়েছে তালিকার ৮ নম্বরে।

৭. Dude Perfect : এই চ্যানেলটিতে মূলত ৫ স্পোর্টসম্যান কমিক্যালি বিভিন্ন ধরনের ইনডোর, আউটডোর গেমস পরিবেশন করেন যার কেন্দ্রবিন্দুতে থাকেন পিওর ফান। প্রায় ৩ কোটি ৬৪ লাখ ৮১ হাজার সাবস্ক্রাইবারস এবং ১৯১ ভিডিও নিয়ে এই চ্যানেলটি রয়েছে তালিকার সপ্তমে।

 

2.ইউটিউবের সেরা ১০ চ্যানেল

৬. WWE: ইউটিউবের বাইরেও নামটা বেশ পরিচিত সবার কাছে! বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বোস্তরের মানুষ উপভোগ করে এই পাতানো এন্টারটেইনিং শো টি। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট প্রায় ৩ কোটি ৬৪ লাখ ৮২ হাজার সাবস্ক্রাইবারস এবং ৩৯ হাজার ২শ ভিডিও নিয়ে রয়েছে এই তালিকার ৬ষ্ঠ স্থানে।

৫. 5-Minute Crafts: কারুশিল্প পছন্দ করে না এমন মানুষের সংখ্যা নেহায়েতই কম। এই চ্যানেলটিতে আকর্ষণীয় এবং বুদ্ধিমত্তার সাথে দৈনন্দিন বিভিন্ন ছোট-খাটো সমস্যার সময়োপযোগী সমাধান দেখানো হয়। প্রায় ৪ কোটি ৭৯ হাজার সাবস্ক্রাইবারস এবং ২ হাজার ৩০০ ভিডিও নিয়ে এই চ্যানেলটি রয়েছে এই তালিকার ৫ম স্থানে।

 

3.ইউটিউবের সেরা ১০ চ্যানেল

৪. Justin Biber: এই তালিকার ৪র্থ স্থানে রয়েছে হলিউড সঙ্গীত জগতের তরুণ রকস্টার জাস্টিন বিবারের এই চ্যানেলটি। প্রায় ৪ কোটি ১৯ লাখ সাবস্ক্রাইবারস এবং ২৫৫ টি ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে।

৩. Canal Kondzilla: ২০১২ সালে নিবন্ধিত ঈধহধষ কড়হফুরষষধ ও একটি মিউজিক চ্যানেল। পর্তূগিজ এই মিউজিক চ্যানেলটিতে ৪ কোটি ২৭ লাখ সাবস্ক্রাইবারস এবং ৮৮৮ টি ভিডিও রয়েছে। তাদের গানের সুরে ভাসিয়ে হট লিস্টের ৩ নম্বর জায়গাটি দখল করে রেখেছেন বেশ কিছু সময় ধরে।

২. T- Series: এই হট লিস্টের এটি একটি বড় চমক হলো চ্যানেলটি। খুবই অল্প সময়ের ব্যাবধানে বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ উঠে এসেছে তালিকার দুই নম্বরে। এটি একটি মিউজিক চ্যানেল যেখানে আপনি বলিউডের সকল গান এবং মুভির ট্রেইলার দেখতে পাবেন। প্রায় ৭ কোটি ২৩ হাজার সাবস্ক্রাইবারস এবং ১২ হাজার ভিডিও রয়েছে ইন্ডিয়ান এই ইউটিউব চ্যানেলে।

 

4.ইউটিউবের সেরা ১০ চ্যানেল

১. PewDiePie: দীর্ঘদিন ধরে তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছে ইউ কে ভিত্তিক এই কমেডি সমৃদ্ধ ইউটিউব চ্যানেলটি। অত্যন্ত বিনোদনধর্মী এবং কল্পনাপ্রসূত ভিডিওগুলো সত্যিই সাড়া জাগানো। প্রায় ৭ কোটি ৫৭ হাজার সাবস্ক্রাইবারস এবং ৩ হাজাররেও বেশি ভিডিও নিয়ে এটি রয়েছে সর্বোচ্চ সাড়া জাগানো অবস্থানে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –