• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আদাবরে দু’জন নিহতের ঘটনায় ব্যবস্থা নেবে ইসি..

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

রাজধানীর আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর মগবাজারে টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে। তাই আরিফ ও সুজন নামে দুই কিশোর নিহতের ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা নেবে। এ সময় তাদের মৃত্যুতে দুঃখও প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের সময় কিছুটা উত্তেজনা থাকে। তবে প্রাণহানি কাম্য নয়। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আদাবরে সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের চাপায় আরিফ (১৫) ও সুজন (১৭) নিহত হন। আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে একটি পিকআপ ভ্যানে করে আসা বেশকিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর সবাই ছোটাছুটি করে। ওই সময় পিকআপ ভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন আরিফ ও সুজন।

আরিফকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –