• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

নির্বাচনের অযোগ্য হলেন তারেকপত্নী জোবায়দা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

 
দুর্নীতি মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সাজা হওয়ায় বদলে গেছে বিএনপি রাজনীতির হাওয়া। তারেক রহমানের পর নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বিবেচিত হলেন জোবায়দা রহমানও। এর ফলে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়ে ব্যাকফুটে চলে গেছে দলটি।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাদের ২ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া দুজনই পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এর ফলে, তারেক রহমানের পর ডা. জোবাইদা রহমানও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হলেন।

বিএনপির অনেক নেতা মনে করছেন, আদালতের এ রায়ের পর দলীয় নেতাকর্মীরা বিভ্রান্ত ও কিংকর্তব্যবিমূঢ়। এ কারণে অনেকেই আন্দোলন থেকে সরে গিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। কারণ তার বুঝে গেছেন- এভাবে বিচ্ছিন্ন আন্দোলন করে সফল হওয়া যাবে না। বরং অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় নির্বাচন।

উল্লেখ্য, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী, দুই বছরের দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবেন। একই সঙ্গে সাজা ভোগ শেষ হওয়ার ৫ বছরের মধ্যে তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –