• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসা যাবে না: আমির হোসেন আমু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

 
আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য ও কেন্দ্রীয় ১৪  দ‌লের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, অসাংবিধানিক পন্থায় কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যাবে না। দে‌শের জনগণ বিগত নির্বাচনের মতো আবারো আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পক্ষে রায় দেবে।

বুধবার রাজধানীর জাদুঘরের সামনে বিএনপি-জামায়াতের বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলীয় জোট আয়োজিত সমাবেশে এসব কথা ব‌লেন তিনি।

আমির হোসেন আমু ব‌লেন, গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে বিএন‌পি-জামায়াতের নতুন নতুন ষড়যন্ত্র দেখ‌ছি। তারা বিভিন্ন ধুয়া তুলে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করেছে। কিন্তু আমরা চাই, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক। কোনো ধরনের অসাংবিধানিক ধারা চলবে না।

শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে এক উঁচু স্থানে জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ছাত্র যুবক জনতাসহ সবাই ঐক্যবদ্ধ থেকে যেমন বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে। একইভাবে আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।

সমাবেশে আরো উপস্থিত ছি‌লেন- বাংলা‌দে‌শের ওয়াকার্স পার্টির সভাপতি রা‌শেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফয‌লে হো‌সেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতা‌ন্ত্রিক দ‌লের সভাপ‌তি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আক্তার প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –