• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি ঘোষণা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২৩  

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি অনুমোদন দিয়েছে দলটি।

সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে কাজী আকরাম উদ্দিন আহমদকে। সদস্য সচিব করা হয়েছে মো. সিদ্দিকুর রহমানকে। তিনি আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

উপকমিটিতে ৮৬ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন- শফিউল ইসলাম মহিউদ্দিন, সেলিনা আহাম্মেদ, কেএম জামান রোমেল, জসীম উদ্দীন, মো. মাহবুবুল আলম, মোহাম্মদ আলী খোকন, কাজী মাহাবুব উদ্দিন আহমেদ জুয়েল, মুনির হোসেন, কে এম সাহিদ রেজা, দিলীপ কুমার আগারওয়ালা, রাশেদুল হাসান চৌধুরী রনি, মেহেদী আল, ওবায়দুল আনোয়ার বুলবুল, ইঞ্জিনিয়ার মো. ফারুক আহম্মেদ, মোহাম্মদ জহিরুল ইসলাম, মমতাজ হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, রুসলান নাসির, মো. আনোয়ার শাদাত সরকার, মো. জালাল উদ্দিন তুহিন, এস এম আলমগীর হাসান রাজীব, মইন উদ্দিন আহমেত মিন্টু, সৈয়দ মোহাম্মদ তানভীর, আলী ইস্কান্দার আইস্কান্দার মোহাম্মদ কেফায়েত প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –