• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

বিএনপি গণতন্ত্রকে আবারো চ্যালেঞ্জের মুখে ফেলছে: ছাত্রলীগ সভাপতি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩  

 
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপির তত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়নের অপচেষ্টা দেশের গণতন্ত্রকে আবারো চ্যালেঞ্জের মুখে ফেলছে। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। 

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের হত্যা, আগুনসন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। 

ছাত্রলীগ সভাপতি বলেন, কয়েকদিন ধরে দেশে রাজনৈতিক অস্থিরতাকে উসকে দেওয়া হচ্ছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। যারা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো সন্ত্রাস ম্যানেজমেন্ট করে, তারাই অগণতান্ত্রিক উপায়ে এসব অগ্নিসন্ত্রাস, ভাঙচুর করছে।

তিনি আরো বলেন, আমরা রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো। তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজপথে থাকবো। প্রধানমন্ত্রীর বিজয় সুনিশ্চিত করেই আমরা ঘরে ফিরতে চাই।

সাদ্দাম হোসেন বলেন, বিএনপি-জামায়াত আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। ব্রিটিশরা কাশিমবাজার কুঠি তৈরি করেছিল, অন্যায়ভাবে সরকারের পতন ঘটাতে নয়াপল্টনেও কাশিমবাজার কুঠি তৈরি করা হয়েছে।  লন্ডন থেকে নির্দেশ এসেছে, কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে তাকে পুরষ্কৃত করা হবে। আমরাও বলতে চাই, সন্ত্রাসী ও নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –