• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

বিএনপির নজরদারিতে তিন সিনিয়র নেতা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩  

 
দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকার কারণে আগামী জাতীয় নির্বাচনের আগে কেন্দ্রীয় কমিটিতে শুদ্ধি অভিযান চালাতে চায় বিএনপি। এরই অংশ হিসেবে তিন সিনিয়র নেতাসহ বেশ কয়েকজন নেতাকে নজরদারিতে রেখেছে দলটি।

সম্প্রতি বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক বৈঠকে এ পরিকল্পনা করা হয়েছে।

দলটির অনেকে মনে করছেন, এসব সিনিয়র নেতার কারণে বিএনপি কোনো আন্দোলন-কর্মসূচিতে সফল হতে পারছে না। এ কারণে তাদের সরিয়ে পুনরায় দল গঠনের পরিকল্পনা চলছে। এরই অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কিছু সিনিয়র নেতার কার্যক্রম ও গতিবিধির ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র এক নেতা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঐ তিন নেতার মতপার্থক্য তৈরি হয়েছে। তারেক রহমান চান গুজবভিত্তিক রাজনীতি চালিয়ে যেতে। কিন্তু জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বররা চান রাজপথে আন্দোলন করতে। মূলত তারেক রহমানের সঙ্গে সাংঘর্ষিক মতামতের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, শুদ্ধি অভিযান বিএনপির সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। তবে এ ক্ষেত্রে নেতাকর্মীদের অভিজ্ঞতা ও প্রভাব বিবেচনায় রাখা উচিত। এমনিতেই রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে নেই। এর মধ্যে সিনিয়র নেতাদের সরিয়ে দিলে দলটি আরো গভীর সমস্যার মুখোমুখি হতে পারে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –