• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন এলেই বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করে: আবদুস সবুর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩  

 
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, নির্বাচন এলেই বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভায় এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামায়াত দেশের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশকে বিনষ্ট করার যে ষড়যন্ত্র করছে তা মোকাবিলা করতে হবে। দেশবিরোধী এ ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সব সদস্যকে নিরলস কাজ করে যেতে হবে। 

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে আন্দোলন শুরু করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সেই আন্দোলনের সম্মুখ সারির কর্মী হবে বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্যরা। সাইবার সন্ত্রাস মোকাবিলায় কাজ করে যাবে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।

সভায় নব-গঠিত বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সব নিহত নেতাকর্মীর প্রতি শোক প্রস্তাব এনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আরো উপস্থিত ছি‌লেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মো. হোসেন মনসুর, সদস্য সচিব ও অধ্যাপক ড. মো. হোসেন মনসুর প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –