• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

শেখ হাসিনা সততা-দক্ষতা ও দৃঢ়তায় সেরা: ওবায়দুল কাদের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩  

 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জনের নাম শেখ হাসিনা। তার কমিটমেন্ট, সততা, নৈতিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, সাহস, দৃঢ়তা, শিক্ষা, সবমিলিয়ে তিনি সবার সেরা। 

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই সময়ের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা দিতে চায় না। আবার যারা পরীক্ষা দেয়, তারা ভালো ফলাফল করতে পারে না। প্রিলিতে টিকলে লিখিত পরীক্ষায় টিকতে পারে না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে বাদ পড়ে। এসব বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুবই কষ্ট দেয়। তাকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই প্রশ্ন করেন- আমাদের ছেলে মেয়েরা কেন পড়াশোনা করে না, বিসিএস পরীক্ষায় অংশ নেয় না? কারো ভালো ফলাফলের সংবাদ পেলেই সঙ্গে সঙ্গে তিনি বলেন- ‘বিসিএস দাও।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সচিবালয়ে আরো কোয়ালিটি সম্পন্ন লোক দরকার। কিছু ব্যক্তি নানা কায়দা-কৌশলে দেশের প্রশাসনের উচ্চপর্যায়ে অধিষ্ঠিত হয়েছে।, দিনের পর দিন তারা দায়িত্বে অবহেলা করে ব্যক্তিগত ফায়দা লুটেছে। সেসব পর্যায়ে মেধা ও মানসম্পন্ন লোক প্রয়োজন। এজন্য মেধাবী শিক্ষার্থীদের বিসিএসের প্রতি আগ্রহী হতে হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –