• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

বিএনপি-জামায়াতের মধ্যে দেশপ্রেম নেই: হুইপ স্বপন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুলাই ২০২৩  

 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহামুদ স্বপন বলেছেন, বিএনপি-জামায়াতের কারো মধ্যে দেশপ্রেম নেই। দেশপ্রেমিকরা কখনো নিজের দেশকে খাটো করতে পারে না। অথচ তারা কথায় কথায় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে। বিএনপি-জামায়াত এ দেশের টাকা পাচার করে দেশের বিরুদ্ধে কথা বলতে বিদেশি লবিষ্ট নিয়োগ করে।

শনিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ স্বপন বলেন, বিদেশিরা আমাদের বন্ধু। তারা এ দেশের সহযোগী হতে পারে কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সংলাপ করা সংবিধান সিদ্ধ নয়। তবে সংলাপের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা যেতে পারে। সেই আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত হতে পারে বিএনপির কার সঙ্গে সংলাপে বসা সম্ভব।

আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, সংবিধান মোতাবেক এ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। তারা স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে। তবে নির্বাচনে নির্বাহী ক্ষমতা থাকবে সরকারের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নার লাইলী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –