• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

‘বিএনপির ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট, এখন জামায়াত’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩  

 
‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট আর এখন জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তি। এ রকম একটি পরিস্থিতিতে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। কেননা তারা পালাতে চান, একসময় নির্বাচন থেকে পালাতে পালাতে নিজেরাই হারিয়ে যাবেন’। 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল  সোমবার প্রচারণাকালে এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে কে আসবেন, কে আসবেন না—সেটা আমাদের কাছে বড় নয়। আমাদের কাছে বড়, সংবিধান রক্ষা করা এবং এই দায়িত্বটি পালনে আমরা সব সময় জনগণের পাশে আছি, থাকবো।

গতকাল দুপুরে পাহাড়তলির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মাঠে গণসংযোগে নৌকা প্রতীকের প্রচারণায় তিনি বক্তব্য রাখেন। তিনি এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে জানান দিতে হবে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজি মো. হোসেন, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হিরন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, কাউন্সিলর তসলিমা নূর জাহান রুবি প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –