• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ কাল, বড় জমায়েতের আশা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২৩  

রাজধানী‌তে লক্ষাধিক লো‌কের উপস্থিতিতে শান্তি সমাবেশ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্য আজ সভা করে প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে দলটি। আগামীকাল বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দলটির লক্ষ্য শান্তি সমাবেশে এক লাখ লোকের জমায়েত করা। এজন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে লক্ষাধিক কর্মী-সর্মথক আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা।

মঙ্গলবার রাজধানীর টিসিবি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের জরুরি প্রতিনিধি সভা থে‌কে এ নির্দেশনা দেওয়া হ‌য়।

সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্য করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আপনারা যার যার এলাকায় গিয়ে প্রস্তুতি শুরু করুন। আমরা মহানগর উত্তর আওয়ামী লীগ বুধবার দুপুর আড়াইটার মধ্যে জিরো পয়েন্টে অবস্থান নেব। আপনারা ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে যা‌বেন।

বুধবারের সমাবেশ সফল করতে সম্প্রতি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়েও সভা অনু‌ষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি সভায় সমাবেশে বেশি করে লোক জমায়েত নিশ্চিত করার কথা বলা হয়েছে। ঢাকায় আওয়ামী লীগের সব ইউনিটের নেতাদের সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সূ‌ত্রে জানা গেছে,  মহানগরের সব স্তরের এবং সহযোগী সংগঠনগুলোর দায়িত্বশীল নেতাদের নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। এখন থেকে সেখানে বিভিন্ন সময় নানা নির্দেশনা ও পরামর্শ দেওয়া হবে।

কেন্দ্রীয় ও দুই মহানগর আওয়ামী লীগ সূত্র জানায়, গত ডিসেম্বর থেকে বিএনপির কর্মসূচির পাল্টা হিসেবে যত কর্মসূচি তারা পালন করেছেন, এর প্রায় সবই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আলাদা আলাদাভাবে পালন করেছে। এমনকি যুবলীগ ও ছাত্রলীগ নিজেদের মতো করে সভা-সমাবেশ করেছে। কিন্তু বুধবার দুই মহানগর যৌথভাবে সমাবেশ করবে। এছাড়া সহযোগী সংগঠনগুলোকেও এতে অংশ নিতে বলা হয়েছে। 

আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ডেইলি বাংলা‌দেশ‌কে বলেন, আমরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শা‌ন্তি সমাবেশ কর‌ছি। এখা‌নে বিএন‌পির কর্মসূ‌চির সঙ্গে পাল্টাপাল্টি বলে কিছু নেই। তাদের কর্মসূ‌চির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ বছরটা নির্বাচনের বছর। সুতরাং, আওয়াম‌ী লীগ‌ের মতো এক‌টি বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশে বড় জমায়েত হওয়াটা স্বাভা‌বিক। তাছাড়া নির্বাচন পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত আওয়ামী লী‌গের আগে থেকেই ছিল। 

আওয়ামী লীগের বিভিন্ন স্ত‌রের নেতাকর্মী‌দের সঙ্গে আলোচনা ক‌রে জানা গেছে, প্রায় প্রতিটি সমা‌বেশেই বড় জমায়েতের চিন্তা-ভাবনা রয়েছে। এর মাধ্যমে তারা বিরোধীদের বার্তা দিতে চায় যে, রাজপথের নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের হাতেই আছে। 

তারা আরো ব‌লেন, সরকার পতন আন্দোল‌নে বিএনপির কোনো দফাতেই কা‌জ‌ে হ‌বে না। গত ডিসেম্বরের পর তা প্রমাণ হয়ে গেছে। ফলে বিএনপির দফার চেয়ে আওয়ামী লীগ রাজপথ দখলে রাখাকেই গুরুত্ব দিচ্ছে। এর বাইরে রাজনীতিতে এখন এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা চলছে। অর্থাৎ সংলাপ সংলাপ খেলা চল‌ছে‌। এ খেলায় আওয়ামী লীগ নিজেদের এগিয়ে রাখতে চায়। এজন্যই আওয়ামী লীগ সরকারে থেকেও বিরোধী দলের মতো রাজপথে শক্তি প্রদর্শন করছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –