• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

নির্বাচনে সংবিধানের কোন ব্যত্যয় ঘটবে না: কামরুল ইসলাম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানে যা আছে সেই নিয়ম বা আইনের কোন ব্যত্যয় ঘটবে না। নির্বাচন নিয়ে বিদেশিরা বিভিন্ন কথা বার্তা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিদেশিদের কাছে মাথা নত করবেন না। সোমবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির, কেরাণীগঞ্জ মডেল থানার নব নির্বাচিত কমিটিকে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের এক সংবধর্না অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিরোধী দলের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, আপনারা যতই ১ দফা ৬ দফ ৭ দফা আন্দোলনের কর্মসূচি দেন না কেন, কোনো লাভ নেই। আমরাও জানি কীভাবে জবাব দিতে হয়।

তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মানুষের চিন্তা ধারণা পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকথার গল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন রোল মডেল শেখ হাসিনা।

তিনি আরো বলেন, কেরাণীগঞ্জবাসীর সহযোগিতা কখনো ভুলে যাওয়ার নয়। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা ছিল অপরিসীম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে এখন থেকে সুসংগঠিত হতে নেতা কর্মীদের আহ্বান জানান।

সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহজালাল অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ.কে.এম. আবদুল হামিদ, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূইয়া, থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –