• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

নির্বাচনে অংশ নিতে সংলাপের দিকে তাকিয়ে বিএনপি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন নিবন্ধিত দলও নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। কিন্তু মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বললেও নির্বাচনের জন্য পরিকল্পনা নিচ্ছে বিএনপি। তবে তারা তাকিয়ে আছে বর্তমান সরকারের সঙ্গে সংলাপের দিকে।

জানা গেছে, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সিনিয়র কিছু নেতার সঙ্গে বৈঠকে বসেন। ঘণ্টাব্যাপী গোপন ঐ বৈঠকে আলোচনা ছিল নির্বাচনে অংশ নেয়া না নেয়ার প্রসঙ্গে।

এদিকে, ঐ বৈঠকে সব সিদ্ধান্ত না আসায় আবারো বৈঠক ডেকেছেন তারা। এরপর পর্যায়ক্রমে জোটের সিনিয়র নেতাসহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা করবেন তারা। শিগগিরই বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জনগণের সামনে ঘোষণা করবে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা।

পরিচয় গোপন রাখার শর্তে বৈঠকে অংশ নেয়া এক নেতা বলেন, আমরা দলের সিনিয়র নেতাদের সঙ্গে একমত হয়েছি। হাইকমান্ড যে কর্মসূচি দেবে- সেই কর্মসূচি আমরা মাঠে থেকে পালন করবো। আর আমরা নির্বাচনে যাওয়ার ব্যাপারেও ভাবছি। মাঠ ভালো দেখলে আমরা নির্বাচনে অংশও নিতে পারি। এছাড়া আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, যেন সরকার দ্রুত একটা সংলাপের উদ্যোগ নেয়। কেননা, বিএনপি সংঘাত নয়, সংলাপকেই বিশ্বাস করে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –