• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিভ্রান্তির আগুনে ঘি ঢেলেছেন রেজা কিবরিয়া

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২৩  

 
গণঅধিকার পরিষদে কয়েকদিন ধরে দ্বন্দ্ব-বিভ্রান্তি দেখা গেছে। এর পেছনে জড়িত দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর (ভিপি নুর)। তাদের ব্যক্তিগত কোন্দলের কারণেই বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। এবার সেই বিভ্রান্তির আগুনে ঘি ঢেলে দিয়েছেন রেজা কিবরিয়া। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে পূর্বঘোষিত বিশেষ জরুরি সভায় অংশ নেননি তিনি।

জরুরি সভায় কেন অংশ নেননি সেই ব্যাখ্যা দিয়েছেন ড. রেজা কিবরিয়া। শনিবার দলীয় প্যাডে লিখিত বিজ্ঞপ্তি ও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ বিশৃঙ্খলার শঙ্কা ও নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবেই সভায় আসেননি।

বিজ্ঞপ্তিতে ড. রেজা কিবরিয়া বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির জরুরি সভায় যাচ্ছিলাম। ঐ সময় বিভিন্ন সূত্র থেকে জানতে পারি ভিপি নুর উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই সময়ে একই স্থানে আরো তিনটি সভা ডেকেছে। এছাড়া দলীয় কার্যালয়ের আশপাশে বহিরাগত লোক এনে জড়ো করেছে। এ কারণে বিশৃঙ্খলা এড়াতে আমি রাস্তা থেকে ফিরে আসি।

যদিও রেজা কিবরিয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভিপি নুর। তিনি বলেন, আমিসহ আহ্বায়ক কমিটির সব নেতা সভায় অংশ নিতে ঠিক সময়ে কার্যালয়ে গেছিলাম। সেখানে কোনো বহিরাগত লোক ছিল না। রেজা কিবরিয়া নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে মিথ্যা অভিযোগ করেছেন। সভায় না এসে আহ্বায়ক কমিটির নেতাদের ভোগান্তিতে ফেলেছেন তিনি।

ভিপি নুর আরো বলেন, সম্প্রতি রেজা কিবরিয়া লন্ডন সফর করেছেন। সেখান থেকে ফেরার পরই অন্য একটি দলের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন তিনি। গণঅধিকার পরিষদকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে রেজা কিবরিয়া ব্যক্তিগত ফায়দা হাসিলের পাঁয়তারা করছেন। তার কারণেই দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –