• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে: মির্জা আজম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২৩  

 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল সে দল আবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ১৯৭১ সালের মতো একই ষড়যন্ত্র করছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। জাতীয়ভাবে দেশের শত্রু তারা। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যেসব রাজাকার, আলবদরের দোসররা ছিল তারাই কিন্তু আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছে।

মঙ্গলবার বিকেল ৫টায় জামালপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম এমপি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ১৯৭১ সালের যুদ্ধপরাধী, রাজাকার ও শান্তি কমিটির নেতা ছিলেন। তার ছেলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ১৯৭১ সালের পরাজিত শক্তিরা আজ মাথাচারা দিয়ে উঠেছে। তারা সবাই মিলে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পরাজিত করতে চায়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক এমপি রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

আলোচনা শেষে আওয়ামী লীগের জামালপুর মহকুমা, জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ ১৬ জনকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –