• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিএনপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে: মাহবুব উল আলম হানিফ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচন এলেই মনোনয়ন বাণিজ্য করে, তাই তারা পরাজিত হয়। সোমবার কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যানসার, লিভার সিরোসিসসহ ৫টি রোগে আক্রান্ত ব্যক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই সরকারকে কোনোভাবেই ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা যাবে না। বিএনপি একটি সন্ত্রাসী দল। একটি সন্ত্রাসী দলের কাছ থেকে জনগণ ভালো কিছু আশা করে না।

তিনি বলেন, গত ২০১৮ সালে নির্বাচনের খেলা জনগণ দেখেছে। নির্বাচনের খেলা বিএনপি ভালো জানে।   

মাহবুব উল আলম হানিফ বলেন, দেশি-বিদেশি কোনো চাপের কাছে আওয়ামী লীগ নতি স্বীকার করে না। করবেও না। সঠিক সময়েই নির্বাচন হবে।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –