• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

জীবন দেব, জাতির পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না: হুইপ স্বপন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুন ২০২৩  

 
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ভূমি দেব না। জলসীমা দেব না, সার্বভৌমত্ব বিক্রি করব না। জাতির পিতার সঙ্গে, শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না।

রোববার চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হুইপ স্বপন বলেন, পৃথিবীর কোনো দেশের সৈন্যরা একবার অন্য দেশে ঘাঁটি স্থাপন করলে তাদের সহজে ফেরত পাঠানো যায় না। ১৯৪৫ সালে ২য় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত, ধনী রাষ্ট্রে আমেরিকার সৈন্যবাহিনী অবস্থান করছে। সৌদি আরব, কুয়েত, ইরাক থেকেও তারা ফিরে যায়নি। শুধু আমাদের জাতির পিতা রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহায়তাকারী ভারতের মিত্রবাহিনীকে মাত্র ৩ মাসের মধ্যে নিজ দেশে সসম্মানে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।

তিনি আরো বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য পৃথিবীর আর কোনো জাতিকে এত ত্যাগ স্বীকার করতে হয়নি। সেই দেশের এক ইঞ্চি মাটিও অন্য দেশকে ব্যবহার করতে দেওয়ার অর্থ জাতির পিতা, ৩০ লাখ শহিদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। জাতির পিতার কন্যা মাটি ও মানুষের সঙ্গে বেঈমানি করতে শেখেননি।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –