• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: আইনমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র যেন দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, দেশের উন্নয়ন কারো কারো সহ্য হচ্ছে না। তারা নানাভাবে ষড়যন্ত্র, চক্রান্ত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।

মন্ত্রী বলেন, আমরা নিজের টাকায় পদ্মাসেতু করেছি, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।

কসবা পৌর মেয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান প্রমুখ। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক মো. রুস্তম খা অনুষ্ঠান পরিচালনা করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –