• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

গণবহিষ্কার বিএনপির সাজানো নাটক  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

 
দলীয় নির্দেশনা অমান্য করে বেশকিছু নির্বাচনে অংশ নেয়ায় কমপক্ষে ১০০ নেতাকে শোকজ ও আজীবন বহিষ্কার করেছে বিএনপি। অথচ বহিষ্কারের পরও এসব নেতাকর্মী রাজধানীসহ সারাদেশে বিএনপির সব কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এমনকি দলীয় কার্যালয়েও দেখা যাচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীরা দ্বিধায় পড়ে যাচ্ছেন। তারা প্রশ্ন তুলছেন- তাহলে কি এ গণবহিষ্কার বিএনপির সাজানো নাটক?

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। এরপরও দলের নির্দেশনা অমান্য করে সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচন, উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছেন দলটির বেশ কয়েকজন নেতা। পরবর্তীতে তাদের মধ্যে অনেককেই শোকজ ও আজীবন বহিষ্কার করা হয়েছে বলে দল থেকে জানানো হয়।

বিএনপির একটি অংশের প্রশ্ন- নির্বাচনে অংশ নেয়ায় গাজীপুর, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেটে ১০৩ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অথচ এসব নেতাকর্মীকে এখনো দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে দেওয়া হচ্ছে। তাহলে বহিষ্কার করার অর্থ কী?

আরেকটি অংশ বলছে, বহিষ্কার করার অর্থ হলো- এসব নেতাকর্মী দলে কোনো পদ-পদবি পাবেন না। তবে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কেন্দ্রীয় বিএনপির এক নেতা বলেন, বিএনপির যারা বিভিন্ন নির্বাচনে দাঁড়িয়েছেন তারা স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। নিজ এলাকায় সংগঠনের নিয়ন্ত্রণ তাদের হাতে। কিন্তু তারা দলীয় নির্দেশনা উপেক্ষা করছেন। এ অবস্থায় তাদের বহিষ্কারের পর আবার দলীয় কর্মসূচিতে ডেকে আনার সিদ্ধান্তও হাস্যকর।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –