• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও খালেদা ইস্যুতে টালমাটাল বিএনপি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২৩  

 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভক্তি ও দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়াকে কেন্দ্র করে টালমাটাল অবস্থা বিরাজ করছে বিএনপিতে। এমন অবস্থায় নানা কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এড়িয়ে চলছেন দলটির সিনিয়র নেতারা। দলীয় কর্মকাণ্ড নিয়ে তারেকের সঙ্গে কোনো আলোচনাই করছেন না তারা।

বিএনপির একাধিক সূত্র বলছে, সম্প্রতি বেশকিছু নীতি-নির্ধারণী বিষয়ে কাজ করেছে বিএনপি। তাই কৌশলগত কারণে তারেককে এড়িয়ে চলছেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। এ নিয়ে তারেক পন্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, তারেক রহমান বহু বছর ধরে দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত। তার সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপেরও যোগসাজশ রয়েছে। এসব কারণে তারেক রহমানকে অনেক নেতাকর্মী পছন্দ করেন না। তারা সবসময় তাকে এড়িয়ে চলেছেন।

তিনি আরো বলেন, সম্প্রতি খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। অনেক নেতাই চান খালেদা জিয়া আবার দলের হাল ধরুক। এরপর থেকেই তারেক বিরোধীদের দল আরো ভারী হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, নির্বাচন ও খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে এমনিতেই বিএনপিতে বিভ্রান্তি চলছে। খালেদা জিয়া অসুস্থ থাকায় দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। এখন খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার আলোচনায় হঠাৎ করেই তারেককে এড়িয়ে চলছেন বিএনপির সিনিয়র নেতারা। এতে নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। নির্বাচন সামনে রেখে এই বিভক্তির কারণে বিএনপির অবস্থা আরো টালমাটাল হয়ে পড়বে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –