• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

শেখ হাসিনা দেশে গণতন্ত্র-ভোটের অধিকার নিশ্চিত করেছেন: শেখ পরশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন। এ দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার আমাদের আন্দোলনের ফসল। তাই কোনো ধুমকি-ধমকি দিয়ে আমাদের দমানো যাবে না। শনিবার রাজধানীর কদমতলীর শ্যামপুর শিল্প এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শ্যামপুর ও কদমতলী থানার অন্তর্গত ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শেখ পরশ বলেন, জনগণের ভোটের জন্য শেখ হাসিনা আজীবন সংগ্রাম করেছেন। জনগণের ভোটেই তিনি চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আর বিএনপি নির্বাচনকে ভয় পায়। কারণ তাদের মধ্যে আস্থার অভাব, কেউ কাউকে বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, যুবলীগ স্বাধীনতাবিরোধী অপশক্তিদের মাঠে-ঘাটে মোকাবিলা করতে জানে। এ কারণে যুবলীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন-সংগ্রামের নামে নাশকতা-জনভোগান্তি সৃষ্টি করে সরকারকে উৎখাত করা যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, মনে রাখতে হবে- ব্যক্তি থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নিজের কথা ভাবার আগে দলের কথা ভাববেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে এসে রাজনীতি করতে হবে। আমরা দেশ ও সমাজের জন্য রাজনীতি করি। সাংগঠনিক পদ শুধু সাংগঠনিক কাজে ব্যবহার করতে হবে। চাঁদাবাজি-টেন্ডারবাজি বা অবৈধ বাণিজ্যের জন্য ব্যবহার করা যাবে না। সাংগঠনিক পদ কোনো ব্যক্তির পকেট ভারী করার বস্তু নয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –