• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

গণমাধ্যমের কল্যাণে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে: তথ্যমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২৩  

 
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণমাধ্যমের ওপর নিপীড়ন-নির্যাতন চালায়নি। বরং সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনার সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, করোনাকালে সাংবাদিকদের কোটি কোটি টাকার সহায়তা দেওয়া- এগুলো আমাদের সরকারই করেছে।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো গণমাধ্যমের ওপর নিপীড়ন-নির্যাতন চালায়নি। কেউ যদি এমনটা করে থাকে, সেটি হচ্ছে বিএনপি। তারা দেশের অনেক সাংবাদিককে হত্যা করেছে। এছাড়া যারা মুক্তমনা ছিলেন, তাদের ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে।

তিনি আরো বলেন, আজ গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। সাংবাদিকরা অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছেন। ১০টি টিভি চ্যানেল সম্প্রচারে ছিল, এখন ৩৮টি। সাড়ে চারশ দৈনিক পত্রিকা ছিল, এখন সাড়ে বারোশ। বেসরকারি রেডিও ছিলই না, এখন অনেকগুলো এফএম আর কমিউনিটি রেডিও হয়েছে। হাতে গোণা কয়েকটি অনলাইন ছিল, এখন কয়েক হাজার। শেখ হাসিনার কারণেই এভাবে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –