• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ধর্ম ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় বিএনপি-জামায়াত: শেখ পরশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২৩  

 
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি-জামায়াত জোট ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। অতীতে তারা খুন-সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছে। এবারও তাই করতে চায়। কিন্তু দেশের জনগণ আর সেটা হতে দেবে না।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই হবে। বিএনপি আগামী নির্বাচনে না এলে রাজনৈতিক দল হিসেবে তাদের মৃত্যু হবে।

শুক্রবার রাজধানীর মিরপুরে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন শেখ পরশ।

বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে না এসে যদি জনগণের জানমালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটান তাহলে রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শেখ হাসিনার সরকার দেশের মানুষের পাশে আছে।

যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন, উন্নত বাংলাদেশ গড়ছেন। তার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগ নেতাকর্মীরা সক্ষম। কারণ, যুবলীগ মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –