• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

যানজট-দুর্ভোগ সৃষ্টি করে বিএনপির সমাবেশ  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুন ২০২৩  

 
চট্টগ্রামের ব্যস্ততম এলাকা কাজীর দেউড়িতে বুধবার বিএনপির কর্মসূচি ঘিরে তৈরি হয় তীব্র যানজট। হঠাৎ যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

জানা গেছে, বিএনপির সমাবেশের কারণে নগরীর চকবাজার থেকে কাজীর দেউড়ি হয়ে আগ্রাবাদ ও ওয়াসা থেকে কাজীর দেউড়ি হয়ে নিউ মার্কেট রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এ রুটের যাত্রীরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকেন। অনেকে উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন। এছাড়া সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা আশপাশের সড়কগুলোতেও ভিড় করেন। পাশাপাশি মাইকিংয়ের কারণে সৃষ্টি হয় শব্দদূষণ। এতে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপনে মারাত্মক বিঘ্ন ঘটে।

ভুক্তভোগীরা জানান, বিএনপি নেতাকর্মীরা সড়ক আটকে মিছিল করতে করতে সমাবেশে যোগ দেয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস ও স্কুলগামীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পর উপায় না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দেন।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, বিএনপির সমাবেশের মাইকের তীব্র আওয়াজে অনেক অসুবিধা হয়েছে। অনেক শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আশপাশের সড়কগুলোতে নেতাকর্মীদের ভিড়ের কারণে স্থানীয়দের চলাচল বিঘ্নিত হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানান, জনগণের জানমালের নিরাপত্তা ও নাশকতা এড়াতে বিএনপির সমাবেশস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ সার্বিকভাবে প্রস্তুত ছিল।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –