• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে বিএনপিতে বিতর্ক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

 
সরকারের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে বিএনপি। এমনকি লবিস্ট নিয়োগ করে বিভিন্ন দেশকে বাংলাদেশবিরোধী অবস্থানে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এটি নিয়েই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুর হয়েছে নানা বিতর্ক।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মার্কিন কূটনীতিকদের পক্ষ থেকে বিএনপি নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছে- খালেদা জিয়া বর্তমানে রাজনীতি করছেন না এবং তারেক রহমান বিদেশে রয়েছেন। তাহলে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন কে? এর উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে শীর্ষ নেতা হিসেবে উপস্থাপন করেছেন।

কূটনীতিকদের পরবর্তী প্রশ্ন ছিল- বিএনপি কি জিয়া পরিবার থেকে নিজেদের মুক্ত রাখতে পারবে? এর উত্তরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি এখন জিয়া পরিবারের হাত থেকে মুক্ত। এ পরিবারের কেউ বিএনপির নেতৃত্বে থাকবেন না।

এদিকে, মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের এমন বক্তব্য নিয়ে বিএনপিতে বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন- মির্জা ফখরুলই আগামীতে বিএনপির নেতৃত্ব দেবেন। আবার কারো মন্তব্য- জিয়া পরিবার ছাড়া বিএনপি অভিভাবকহীন হয়ে পড়বে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, জিয়া পরিবারের হাত ধরেই বিএনপির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। এ পরিবারের সদস্যরাই এত বছর দলটির নেতৃত্ব দিয়ে এসেছেন। বর্তমানে বিএনপির রাজনৈতিক অবস্থা ভালো নয়। এমন পরিস্থিতিতে হঠাৎ করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিলে বিএনপির অবস্থা আরো খারাপ হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –