• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিএনপির সঙ্গে সংলাপের কথা ভাবছে না সরকার: ওবায়দুল কাদের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপাতত বিএনপির সঙ্গে কোনো সংলাপের কথা ভাবছে না সরকার। তিনি বলেন, আমরা এই মুহূর্তে কোনো সংলাপের কথা ভাবছি না। শেষ বারের কথা মনে আছে? বিএনপির সঙ্গে সংলাপের ফল কী ছিল?

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে। কাকে ভিসা দেবে, কাকে দেবে না, সেটা সেই দেশের ব্যাপার। আমরাও আমাদের দেশে কাকে ভিসা দেব, কাকে দেব না, সেটাও আমাদের ব্যাপার। এ নিয়ে ভয় পাওয়ার কী আছে।

নির্বাচনে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশৃঙ্খলা করতে চায় কারা? তারা হলো বিএনপি।

সাম্প্রতিক সময়ের লোডশেডিং বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি বিদ্যুৎ দিতে পারেনি, শুধু খাম্বা (বৈদ্যুতিক খুঁটি) দিয়েছে। এই সংকট সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। অন্যান্য দেশের মতো আমাদেরও জ্বালানি সংকট রয়েছে। আমরা মানুষের কাছে সময় চেয়েছি। ১০-১৫ দিন ধৈর্য ধরুন। শেখ হাসিনা যা বলেন তাই করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ বক্তব্য রাখেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –