• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

জঙ্গিদের সংগঠিত করার পরিকল্পনা বিএনপির

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যদের খুব গোপনে দলে ভেড়ানোর কাজ করছে বিএনপি। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার মাধ্যমে এ কাজটি করছে বিএনপি। 

জঙ্গি কার্যক্রম নজরদারিতে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র বলছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার মাধ্যমে জঙ্গিদের একত্রিত করছে বিএনপি-জামায়াত।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি সাকিব বিন কামাল নামে জামাআতুল আনসারের এক জঙ্গিকে গ্রেফতার করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নব্য জেএমবির জঙ্গিদের দলে ভেড়ানোর পরিকল্পনার বিষয়টি। সাকিব জামাআতুল আনসারের তথ্যপ্রযুক্তি (আইটি) এবং মিডিয়া শাখার প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

আনসার আল ইসলামের প্রথম দিকের নেতা তারেক সোহেল এবং জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানের জামাতা এজাজের সঙ্গেও সাকিবের ভালো সম্পর্ক ছিল বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া বিএনপি-জামায়াতের একাধিক নেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো বলেও খবর পাওয়া গেছে।

জঙ্গিবাদবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসে অনুপ্রাণিত হয়ে দেশে নব্য জেএমবি নৃশংসতা শুরু করেছিল। প্রমাণ পাওয়া যায়- এসবের পেছনে মদদ ছিলো বিএনপি-জামায়াতের। নির্বাচনের আগে আবার স্বাধীনতাবিরোধী এই রাজনৈতিক দলগুলো আবারো জঙ্গিদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –