• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

যথাসম‌য়ে সাংবিধানিক প্রক্রিয়াতেই নির্বাচন হবে: মতিয়া চৌধুরী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২৩  

 
সাংবিধানিক প্রক্রিয়ায় যথাযথ সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, দেশের সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বেগম মতিয়া চৌধুরী।

সংসদ উপ‌নেতা ব‌লেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। নির্বাচন নিয়ে আজকে অনেকেই অনেক কথাবার্তা বলছেন। কিন্তু দেশে গণতন্ত্র আছে। নির্বাচন সময় মতো হবে এবং সাংবিধানিক উপায়ে হবে। শেখ হাসিনা কোনোদিন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেননি।

ম‌তিয়া চৌধুরী ডা. ওয়াজেদ মিয়াকে স্মরণ করে বলেন, তিনি মনেপ্রাণে একজন বিজ্ঞানী ছিলেন। আমরা অনেক সময় নাটক বা সিনেমায় দেখি কিছু প্রফেসর থাকে ভোলাভালা, তিনিও সেভাবে চলতেন। দেশ ও জাতির জন্য তিনি সবসময় সজাগ ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী, ড. এম এ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুর চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –